রুশ হামলায় ইউক্রেনে নিহত ২ 

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২ 

বিশ্ব ডেস্ক 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোলতাভা শহরে রাশিয়ার হামলায় আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুই জন নিহত ও প্রায় ডজন খানেক লোক আহত হয়েছে। কিয়েভ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলায় একটি সামরিক নিয়োগ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়ার এই হামলায় নিয়োগ দপ্তরের লোকজন হতাহত হয়েছে। শান্তি আলোচনা স্থবিরতা এবং কিয়েভে মার্কিন সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায়, রাশিয়া ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। পোলতাভায় হামলার পর ইউক্রেনের জরুরি পরিষেবা ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। সেখানে পোড়া ভবন ও ধ্বংসস্তূপে আটকে থাকা গাড়ির দৃশ্য দেখা গেছে।

অপরদিকে, বৃহস্পতিবার রাশিয়া আঞ্চলিক গভর্নর ইগর আর্তামোনভ বলেন, লিপেটস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছে।

তিনি আরো বলেন, মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত লিপেটস্ক শহরে একটি ভবনে ধ্বংসাবশেষ পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। অপর ঘটনায়, লিপেটস্কের ইয়েলেতস শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন আঘাত হানার পর স্থানীয়দের সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 

তবে এই ঘটনায় সেখানে কেউ হতাহত হয়নি। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন যোগাযোগ কর্মকর্তা বলেন, ‘মিসাইল গাইডেন্স ও কারেকশন সিস্টেমের ব্যাটারি’ তৈরির একটি কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোরে তারা ইউক্রেনের ৬৯টি ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে। অপরিদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাশিয়ার ছোড়া ৫২টি ড্রোনের মধ্যে তারা ৪০টি প্রতিহত করেছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে জানান, ইউক্রেনের ওডেসা শহরে একটি বহুতল আবাসিক ভবনে রুশ হামলায় ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জন শিশু রয়েছে।