রদ্রিগো-মিলিতাওয়ের জায়গায় যাদের নিল ব্রাজিল
২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচের নভেম্বর পর্বের জন্য দল দিয়ে রেখেছে ব্রাজিল। সপ্তাহ পার না হতে সে দল থেকে ছিটকে গেছেন দুই তারকা রদ্রিগো এবং এডার মিলিতাও। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পেয়েছেন তারা। বদলি হিসেবে বাছাইয়ের দুূই ম্যাচে দলে ডাক পেলেন গাব্রিয়েল মার্টিনেল্লি ও লিও অর্টিজ।
এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটের কারণে গতবছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ একবছর পর আল হিলালের হয়ে ফিরে আবারও চোটে পড়েছেন ৩২ বর্ষী ফরোয়ার্ড। নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচেও রাখা হয়নি তাকে। একই চোটে পড়েছেন মিলিতাও।
গত শনিবার আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়ালের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের দিনে উইঙ্গার রদ্রিগো এবং ডিফেন্ডার মিলিতাও উভয়েই চোট পান। ম্যাচের ২০তম মিনিটে রদ্রিগো চোট পেয়ে মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ পর হাঁটুতে মারাত্মক চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মিলিতাও।
রিয়াল জানিয়েছে, রদ্রিগো চোট পেয়েছেন পেশিতে। তাকে অন্তত এক মাস বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু মিলিতাওয়ের চোট মারাত্মক। পরীক্ষা-নিরীক্ষার পর তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) ইনজুরি ধরা পড়েছে। সুস্থ হতে অস্ত্রোপচার করাতেই হবে। কমপক্ষে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর চলতি বছর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
What's Your Reaction?