যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধানকে বরখাস্ত 

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধানকে বরখাস্ত 

যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস-এর কমিশনার এরিকা ম্যাকএনটারফারকে চাকরির সংখ্যা বিকৃত করে ভুল উপস্থাপন করার কারণে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ বরখাস্তের আদেশ এমন সময়ে এসেছে, যখন দুর্বল কর্মসংস্থান রিপোর্ট ট্রাম্পের শুল্ক নীতির ওপর আরও উদ্বেগ সৃষ্টি করেছে। এই পদক্ষেপ ওয়াল স্ট্রিটে আলোড়ন সৃষ্টি করেছে এবং সরকারি পরিসংখ্যান ব্যবস্থায় হোয়াইট হাউসের হস্তক্ষেপের আশঙ্কা বাড়িয়েছে।

শুক্রবার শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় অনেক কম। এর চেয়েও উদ্বেগজনক হলো—মে ও জুন মাসের পূর্বের তথ্য থেকে ২ লাখ ৫০ হাজার চাকরি সংশোধন করে বাদ দেওয়া হয়েছে।

এই বিশাল সংশোধন নিয়ে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রতিমাসেই চাকরির সংখ্যা সংশোধন করে থাকে। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ‘আমাদের দরকার সঠিক চাকরির সংখ্যা। আমি আমার দলকে নির্দেশ দিয়েছি এই বাইডেন নিযুক্ত রাজনৈতিক কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করতে।’

ট্রাম্পের আদেশের প্রতিক্রিয়ায় বরখাস্ত হওয়া কমিশনার ম্যাকএনটারফার বলেন, ‘এই দায়িত্ব পালন ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি গর্বিত যে আমার সহকর্মীরা জাতির জন্য নিরপেক্ষভাবে কাজ করেছেন।’

ম্যাকএনটারফার দুই দশকের বেশি সময় ধরে সরকারি পরিসংখ্যান বিভাগে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালে বাইডেন প্রশাসন তাকে কমিশনার পদে মনোনয়ন দিয়েছিল, যা সিনেটে প্রায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছিল।