নেপালে পার্লামেন্ট পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর

বিশ্ব ডেস্ক
বিক্ষোভ-সহিংসতার জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে নেপালে প্রধান রাজনৈতিক দলগুলো।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রামচন্দ্র পাউডেলকে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের আহ্বান জানিয়েছে। দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে তিনি সম্প্রতি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন।
শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্রসহ আটটি দল অভিযোগ করেছে, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক। এর আগে গত শুক্রবার নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। মূলত এটি ছিল বিক্ষোভকারীদেরও প্রধান দাবি।
বিবিসি বলছে, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর নেপাল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। কার্কি শপথ নেওয়ার পর সেনারা কাঠমান্ডুর রাস্তায় টহল শেষ করে ব্যারাকে ফিরে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত থেকেই এ আন্দোলনের সূত্রপাত হয়েছিল। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু আন্দোলনকারীরা এর বাইরে রাজনৈতিক এলিটদের দুর্নীতি ও দায়হীনতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে শুরু করে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “নেপো কিড” প্রচারণা রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনধারা ও দুর্নীতির অভিযোগকে সামনে নিয়ে এসেছিল। সোমবার রাতে তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও আন্দোলন তখন অপ্রতিরোধ্য রূপ নেয়।