বিনিয়োগ ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যে চায়না লেসো গ্রুপকে ১২.৫ একর জমি হস্তান্তর

বিনিয়োগ ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যে চায়না লেসো গ্রুপকে ১২.৫ একর জমি হস্তান্তর

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, জমি হস্তান্তরের মাধ্যমে বেজা বিনিয়োগবান্ধব, কার্যকর উদ্ভাবনী শিল্প পরিবেশ গঠনের পথে আরও এক ধাপ অগ্রসর হলো তিনি আশাবাদ ব্যক্ত করেন, উদ্যোগ এই অঞ্চলে অতিরিক্ত বিনিয়োগকে উৎসাহিত করবে

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চায়না লেসো গ্রুপের কাছে ১২. একর জমি হস্তান্তর করেছে। প্রায় ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ভিত্তিতে জমি লিজ দেওয়া হয়।

আজ (১১ আগস্ট) বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর লিজ চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর সম্পন্ন হয়।

চায়না লেসো গ্রুপ বিনিয়োগে পিভিসি পাইপ, পিইএক্স পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি ওয়্যার, রান্নাঘরের সরঞ্জাম, দরজা-জানালা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, জলরোধী সামগ্রী, অগ্নিনির্বাপক সরঞ্জাম, কেবল, আলো, পরিবেশ সুরক্ষা পণ্যসহ বিভিন্ন নির্মাণসামগ্রী উৎপাদন করবে। এসব পণ্য স্থানীয়ভাবেও উৎপাদন করা হবে, যা বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, 'এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে বেজা একটি বিনিয়োগবান্ধব কার্যকর উদ্ভাবনমুখী শিল্প পরিবেশ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল।' তিনি আশা প্রকাশ করেন, এটি এই অঞ্চলে আরও বিনিয়োগে অনুপ্রাণিত করবে।

চায়না লেসো গ্রুপের এক প্রতিনিধি জানান, প্রকল্পে আর্থিক মুনাফার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য, নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সরবরাহ চেইনকে অগ্রাধিকার দেওয়া হবে।

২০২৪ সালে প্রায় ৯৭৪ মিলিয়ন ডলার আয় করা এই চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ২০ হাজার। তারা ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে।

বেজা চায়না লেসো গ্রুপের প্রত্যাশা, বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধি অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব প্রবৃদ্ধি বাড়াবে। বর্তমানে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ১৫টি শিল্প ইউনিট চালু রয়েছে, আরও কয়েকটি নির্মাণাধীন।