ঢাবি’তে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত

বিনা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। ফোরামের সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিদিশা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের স্বপ্ন তরুণরাই পূরণ করতে পারে। এজন্য তাদের লেখালেখিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে নির্মোহ থাকা জরুরি। বিভিন্ন পক্ষের মতামত যুক্তি-তর্কের মাধ্যমে বিশ্লেষণ করে লেখালেখি করতে হবে। লেখায় সমসাময়িক প্রেক্ষাপটের যৌক্তিক প্রতিফলন থাকা উচিত।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শনী, মাইম শো, সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘সরসিজ’-এর মোড়ক উন্মোচন করা হয়।