জয়ের স্বপ্ন নিয়ে আজ উড়াল দিচ্ছে বাংলার বাঘিনীরা

জয়ের স্বপ্ন নিয়ে আজ উড়াল দিচ্ছে বাংলার বাঘিনীরা

ক্রীড়া ডেস্ক 

নারী বিশ্বকাপের এপর্যন্ত আসর হয়েছে ১২ টি, ত্রয়োদশ আসরের পর্দা উঠছে আগামী ৩০ সেপ্টেম্বর। এবারের স্বাকগতিক যৌথভাবে ভারত-শ্রীলংকা। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে গতকাল সোমবার আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে প্রস্তুতি ঘাটতির কথা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। 

বিশ্বকাপের আগে নারীদের দুই দল লাল ও সবুজ দলকে হারায় অনূর্ধ্ব-১৫ পুরুষ দল। পরে সিরিজও জিতে নেয় ছেলেরা। সেই সিরিজে প্রস্তুতি ভালো হয়নি, স্বীকার করে নিয়েছেন জ্যোতি, 'প্রস্তুতি আদর্শ হয়নি হয়তো। কিন্তু বাংলাদেশের যত সু্যোগ-সুবিধা ছিল সেটা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাই না। অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে জাতীয় দলের সবাই কিন্তু খেলে নাই। অনেককে বাইরে থেকে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমরা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারিনি।'
  
প্রস্তুতিতে ঘাটতি হলেও বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, 'পাকিস্তানে আমরা এক ম্যাচ ছাড়া সবগুলোতেই ২০০'র বেশি রান তুলেছিলাম, যদিও সাধারণত আমাদের গড় স্কোর ১৮০। এর মানে ব্যাটাররা ভালো উইকেটে বড় রান করতে সক্ষম। আমাদের বোলিং ইউনিটও খুব ভালো। সামনে চ্যালেঞ্জ আছে, তবে আইসিসি টুর্নামেন্টে ভালো উইকেটে খেলার সুযোগই আমাদের শক্তি।' এ দিকে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান কোচ সারওয়ার ইমরান। তিনি বলেন, 'আমরা ম্যাচ ধরে এগোতে চাই। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ৫০/৫০ সম্ভাবনা আছে। প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলবো। অস্ট্রেলিয়ার মতো দলের মানদণ্ড যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য ভালো পারফরম্যান্স করা। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম, এবার আরও বেশি জয় চাই।