‘মেরে ফেল, তবু পার্টিতে যাব না’

 ‘মেরে ফেল, তবু পার্টিতে যাব না’

বিনোদন ডেস্ক 

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পার’। বক্স অফিসে ভালো পারফর্ম করছে ছবিটি। ইতোমধ্যেই ১০০ কোটির বেশি আয় করেছে সিনেমাটি।

নব্বইয়ের দশকের শেষের দিক। ক্যারিয়ারের একেবারে তুঙ্গে আমির খান। কিন্তু পর্দার আড়ালে তার জীবনে চলছিল এক অন্য লড়াই। শুধু সিনেমা নয়, তখন বলিউডের ওপর ছায়া ফেলেছিল আন্ডারওয়ার্ল্ড। সেই সময় আমিরের দিকেও হাত বাড়িয়েছিল মাফিয়া চক্র। উদ্দেশ্য—দুবাইয়ে একটি পার্টিতে তাকে উপস্থিত করানো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন মাফিয়া চক্র তার দিকে হাত বাড়িয়েছিল, টাকা অফার করেছিল, কিন্তু তিনি সাফ না জানিয়ে দেন। দ্য লল্লনটপ-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সোজা না করে দিয়েছিলাম। কিন্তু ওরা ছাড়েনি। বারবার চেষ্টা করছিল। টাকা অফার করেছিল, বলেছিল, তোমার যেকোনো কাজ করে দেব।

তবুও রাজি হননি আমির। তার কথায়, আমি বলেছিলাম— আমাকে মারো, মাথায় আঘাত করো, হাত-পা বেঁধে জোর করে নিয়ে যাও। তবুও নিজের ইচ্ছায় যাব না। মাসখানেক ধরে ওরা এসেছিল। শেষে আর আসেনি।

ভয় পেয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, নিজের জন্য না। ভয় ছিল পরিবারের জন্য। তখন আমার ছোট ছোট দুই সন্তান। মা-বাবা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। বলেছিল—তুমি কী করছেঅ? ওরা খুবই ভয়ংকর লোক। কিন্তু আমি তখনও বলেছিলাম—আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই। যা খুশি হয়ে যাক।