পাকিস্তানের সাদা বলের নতুন কোচ হেসন

স্পোর্টস রিপোর্টার। বিনা
পাকিস্তানের সাদা বলের নতুন প্রধান কোচ হয়েছেন মাইক হেসন। নিউজিল্যান্ডের সাবেক এ কোচ বর্তমানে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদের কোচের দায়িত্ব পালন করছেন। পিএসএল শেষ হওয়ার পর দিন ২৬ পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড হেসনের সাথে কত বছরের চুক্তি হয়েছে তা প্রকাশ করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে কিউই এ কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে পিসিবি। অর্ন্তবর্তকালীন কোচ আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন হেসন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হেসনের নিয়োগ নিয়ে বলেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং বিখ্যাত কোচ মাইক হেসনকে পাকিস্তান ছেলেদের দলের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।’
‘মাইক তার সাথে আন্তর্জাতিক অভিজ্ঞতার ভাণ্ডার এবং প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার প্রমাণিত দলিল নিয়ে এসেছেন। আমরা পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ভবিষ্যত গঠনে তার দক্ষতা এবং নেতৃত্বের জন্য উন্মুখ। আপনাকে দলে স্বাগতম মাইক!’
২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। এই দায়িত্ব তিনি ছাড়েন ২০২৩ সালে।
====০০====