এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত

এশিয়া কাপের সময়-ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল । মহাদেশীয়ই সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। তবে বাকি ছিল খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ। এবার সেটিও চূড়ান্ত হয়ে গেল। বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে এবারের আসরের আয়োজক ভারত হলেও, পরিবর্তিত পরিস্থিতি সেটি বদলে দেয়। ফলে এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপটির ৫ ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাকি এক ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে ‘বি’ গ্রুপের দুই দল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

গ্রুপপর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। গ্রুপপর্বের এক ম্যাচ বাদে সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে ১৮টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ২৮ সেপ্টেম্বর ফাইনাল হবে দুবাইয়ে।