উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিনা ডেস্ক 

সমগ্র দেশে ৩৩ হাজার মন্ডবে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হবে। এই পূজাকে গিরে কঠোর নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হবে। সেনাবাহিনী, বিজিপি র্্যাব, পুলিশ, আনসার বাহিনী মোতায়েন থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ সেপ্টেম্ব) সকালে চাষাড়ার রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, অতীতের তুলনায় এবারের দূর্গা পূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। কেউ অপ্রীতিকর ঘটনার চেষ্টা করতে চাইলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করা হবে। প্রতিটি পূজা মন্ডবে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূজা মন্ডব গুলোতে আনসার ও বলেন্টিয়ার নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সেনাবাহিনী, বিজিপি র্্যাব, পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, দূর্গা পূজাকে কেন্দ্র করে কোন ধরনের শংকা নাই। দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারবেন। 

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।