গাজীপুরে বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

গাজীপুরে বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

বিনা ডেস্ক 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাঁচুয়া গ্রামের শাপলা বিলে নৌকায় টিকটক করতে গিয়ে বায়োজিদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বায়োজিদের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে বলে জানা গেছে। তবে হাসপাতালে থাকা অপর দুইজনের নাম পরিচয় জানা যায়নি। 

আজ শুক্রবার (১ আগস্ট) সকালে নৌকা ভাড়া নিয়ে পাঁচ যুবক শাপলা বিলে বেড়াতে যায়।  নৌকায় থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে টিকটক করতে থাকে তারা একপর্যায়ে পানিতে ডুবে যায়।

কাপাসিয়া ফায়ার স্টেশনের লিডার মোঃ সাবেদ আলী খান জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে ওই দুর্ঘটনার খবর পান তারা। ফায়ার কর্মীরা গিয়ে দেখতে পান এলাকাবাসী বায়োজিদ (৩৫) নামের একটি যুবকের লাশ উদ্ধার করে, আহত আরো দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়েছে।