ইসরোর মহাকাশ অভিযান ব্যর্থ: উৎক্ষেপণের তৃতীয় ধাপে রকেট ধ্বংস

ইসরোর মহাকাশ অভিযান ব্যর্থ: উৎক্ষেপণের তৃতীয় ধাপে রকেট ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বিনা
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সর্বশেষ মহাকাশ অভিযান **পিএসএলভি-সি৬১ (PSLV-C61)** উৎক্ষেপণের মাধ্যমে শুরু হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। উৎক্ষেপণের তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটি মাঝপথেই ধ্বংস করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

গতকাল (স্থানীয় সময়) ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ‘ইওএস-০৯’ নামক একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর লক্ষ্যে যাত্রা শুরু করে পিএসএলভি-সি৬১ রকেট। প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে রকেটের মোটরে **২০৩ সেকেন্ডের মাথায়** গুরুতর ত্রুটি দেখা দেয়।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম উপগ্রহটি পৃথিবী থেকে **৫২৪ কিলোমিটার উচ্চতায়** ‘সান-সিংক্রোনাস পোলার অরবিটে’ স্থাপন করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই লক্ষ্য পূরণ সম্ভব হয়নি এবং **উপগ্রহটিকে মহাকাশে স্থাপন না করেই পুরো মিশন বাতিল করা হয়**। রকেটটি যেন পৃথিবীতে কোনো ক্ষয়ক্ষতি না করে, সে লক্ষ্যে এটি নিজেই ধ্বংস করে দেওয়া হয়।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণান মিশনের ব্যর্থতা সরাসরি সম্প্রচারে স্বীকার করে বলেন, “আমরা নির্ধারিত পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে এমন সমস্যা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (প্রাক্তন টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরো জানায়, এটি তাদের **১০১তম মহাকাশ অভিযান** এবং পিএসএলভি রকেট ব্যবহারের মাধ্যমে ৬৩তম উৎক্ষেপণ। এ পর্যন্ত এই রকেটের মাধ্যমে সফলভাবে ৬০টি উৎক্ষেপণ হলেও এটি ছিল **তৃতীয় ব্যর্থতা**।

ইসরো ইতোমধ্যে এই ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি **বিশেষ বিশ্লেষণ কমিটি** গঠন করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা ঘটনা খতিয়ে দেখছে এবং এর থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের মিশনগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা আরও জোরদার করবে।

উল্লেখ্য, ব্যর্থ কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল প্রায় **১,৬৯৬ কেজি**। রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়ার সম্ভাবনা থাকলেও ইসরো আশ্বস্ত করেছে যে, এতে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না।