অনু মালিককে ‘পাগল’ বললেন অভিজিৎ

অনু মালিককে ‘পাগল’ বললেন অভিজিৎ

বিনোদন ডেস্ক। বিনা
সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য বলিউডে বিস্তর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। যা দিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তার হিট গান ‘তুমহে জো ম্যায়ে দেখা’-র স্মৃতিচারণ করেছেন। যেখানে তিনি সুরকার ও সংগীতশিল্পী অনু মালিককে ‘পাগল’ বলেও সম্বোধনও করেছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘যখনই অনু মালিক কোনো ছবিতে গান গাইতেন, তখন তিনি পারলে নিজের উপর ভিত্তি করেই সেই ছবি বানিয়ে দিতে চাইতেন। তিনি আসলে এত পাগল, তিনি বলতেন যে এই গানটা খুব ভালো, আমিই গাইবো। 

‘আমার উপরই এই ছবিটি বানিয়ে ফেলুন। তিনি এতটাই পাগল। আর আমি এই সব কথা এখন বলছি, তার কারণ আমি খুব স্বার্থপর। আমি এইসব নিয়ে ভাবি না। কারণ এখন আমাদের কারোরই সময় নয়।’ তারপরে অভিজিৎ অনু মালিকের অনুকরণ করে জানান ‘গোরি গোরি’ গানে অনুর পরিবর্তে তিনি কীভাবে সুযোগ পেয়েছিলেন।

অনু মালিকের কণ্ঠ অনুকরণ করে অভিজিৎ বলেন, ‘যেমন ম্যায় হুঁ না ছবিতে চোরি চোরি চোরি, সেটা আমি গেয়েছিলাম। আমি কী দারুণ গেয়েছিলাম। আমি আর কেকে। তারপর যখন পরে ছবিতে গানটা দেখলাম দেখে তো আমি অবাক, দেখছি ওর (অভিজিতের) কন্ঠ এসে গেছে।’

অভিজিৎ আরও জানান যে, ‘তুমহে জো ম্যায় দেখা’ গানটি গাওয়ার সময়ও একই রকম ঘটনা ঘটেছিল। কারণ অনু এই গানটিও গাইতে চেয়েছিলেন। পাশাপাশি নিজের উপর সেই গান চিত্রায়িতও করতে চেয়েছিলেন। তিনি আরও জানান যে, যদিও অনু সাধারণত ৩-৪ দিন আগে তাদের একটি গানের মহড়া দেওয়ার জন্য ফোন করতেন। 

তবে ‘তুমহে জো ম্যায় দেখা’ গানটির জন্য তিনি হঠাৎ অভিজিতকে ফোন করেছিলেন এবং কোনও মহড়া ছাড়াই একদিনে গানটি রেকর্ড করেছিলেন। অভিজিৎ বলেন, ‘গানটি আরও ভালো ভাবে তৈরি হত, যদি তার আগে থেকে মহড়া করার সময় থাকত।’
=====০=====