৬০০ কোটির সম্পত্তি প্রত্যাখ্যান, কে এই নায়িকা?

৬০০ কোটির সম্পত্তি প্রত্যাখ্যান, কে এই নায়িকা?

বিনোদন ডেস্ক। বিনা
২০১১ সালে কামাল আমরোহি নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি এক অভিনেত্রীর নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন কারণ তাঁর সন্তান শানদার আমিরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেন সেই নায়িকা। 


চিনতে পারলেন এই নায়িকাকে?

২০০০ সালের মাঝামাঝি সময় নাগাদ যখন ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখোপাধ্যায় এবং করিনা কাপুর খান শীর্ষ তালিকায় নিজেদের নাম লেখানোর জন্য প্রতিযোগিতা করছেন, তখন এমন একজন নায়িকা ছিলেন তিনি একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন বলিউডকে।

প্রীতি জিন্তা !

প্রীতি জিন্তা সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই, কিন্তু ৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন। এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।

২০০১ সালে প্রীতি জিনতার বয়স ছিল মাত্র ২৬ বছর। সে সময়েই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি। 

ছোটা শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আডভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নায়িকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। 


পরবর্তী সময়ে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়।

তবে এত কিছুর পরেও মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংস- এর মালিক প্রীতি। নিজের দলের হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে দেখা মেলে তার।  

মাত্র ৩২ বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেও এখনও বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় এই তারকাকে। 

========০০০========