হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া: ইমিগ্রেশনে আটকের পর ভাটারা থানায় হস্তান্তর

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া: ইমিগ্রেশনে আটকের পর ভাটারা থানায় হস্তান্তর

ন্যাশনাল ডেস্ক। বিনা
জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৮ মে) দুপুরে তাকে আটক করার পর ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৯ মে) সকালে আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে।

জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ চলচ্চিত্র অঙ্গনের ১৭ জন শিল্পীকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান প্রমুখ।

মামলার বাদী এনামুল হক ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতায় অর্থ ও প্রভাব ব্যবহার করে ক্ষমতাসীন দলের সহায়তায় অভিযুক্তরা আন্দোলন দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করা নুসরাত ফারিয়া ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জিন-৩’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

মামলাটি বর্তমানে জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।