বল এখন রাজনৈতিক দলের কোর্টে, তারা যত দ্রুত রাজি হবে, তত দ্রুতই নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে পারে : বদিউল আলম মজুমদার

ন্যাশনাল ডেস্ক। বিনা
রাজনৈতিক দলগুলো রাজি হলে মৌলিক সংস্কার শেষে ‘ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব’ বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউট’-এ যোগ দিয়ে তিনি সংস্কার উদ্যোগ, নির্বাচনব্যবস্থার ত্রুটি, নির্বাচনকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ ধরে খোলামেলা কথা বলেছেন। তার মতে, ‘বল এখন রাজনৈতিক দলের কোর্টে, তারা যত দ্রুত রাজি হবে, তত দ্রুতই নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে পারে।’
নির্বাচনব্যবস্থায় আস্থাহীনতাকে মূল সমস্যা উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘এই আস্থাহীনতার পেছনে অনেক কারণ রয়েছে।
বিগত সময়ে দেশের ভোটব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে এই আস্থাহীনতা তৈরি হয়েছে।’
এই আস্থাহীনতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। যার কাজ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার মাধ্যমে গণতন্ত্রকে কার্যকর করা।
কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ছাড়া আরো অনেক অংশীজন থাকে। রাজনৈতিক দল ও সরকার তার অন্যতম। সরকার যদি না চায় তাহলে নির্বাচন কমিশনের জন্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় না। এ জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার।
বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না উল্লেখ করে এর কারণ হিসেবে তিনি বলেন, ‘বাংলাদেশে অতীতে যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে, তা ত্রুটিপূর্ণ ছিল। আমরা দেখেছি, সরকারের অনুগত লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তারা অনেক ক্ষেত্রে নিরপেক্ষ ছিলেন না, মেরুদণ্ডসম্পন্ন ছিলেন না। যার ফলে তারা নেতিবাচকতার কারণে আলোচনায় থাকতেন বা তারকা বনে যেতেন।’
=======00======