১৪ দিনে এলো ১১৫ কোটি ডলার

বিনা ডেস্ক
জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় ১১৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ১৪৫ কোটি টাকা। রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুন মাসের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১৪৯ মিলিয়ন বা ১১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে (১-১৪ জুন ২০২৪) রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসেবে জুনের অর্ধেক মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৩০ দশমিক ১ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঈদ শেষ হওয়ার পরে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের সময় রেমিট্যান্স প্রবাহ বাড়লে পরবর্তী মাসে তা আবার হ্রাস পায়। এটাই স্বাভাবিক প্রবণতা, যা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে।
সবশেষ মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়িছিলেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড হয় ২০২৫ সালের মার্চ মাসে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৩০ কোটি মার্কিন ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে ২৯৭ কোটি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস দুই বিলিয়ন এবং মার্চে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।