নিবন্ধন অধিদপ্তরের পাঁচ সেবা এখন বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে

নিবন্ধন অধিদপ্তরের পাঁচ সেবা এখন বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে

বিনা ডেস্ক 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি সেবা সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই সেবা চালু করা হয়।

নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো– ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা দাঁড়াল ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়াল ১৪২টি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা প্রমুখ। 

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, বিডা, বেজাসহ সব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি  প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান, বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায় প্রমুখ।