আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

বিশ্ব ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে গতকাল ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও তা পরে প্রত্যাহার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে এএফপি জানায় স্থানীয় সময় বেলা ১২টা ৩৭ মিনিটে (২০৩৭ জিএমটি) ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহরের ৫৪ মাইল (৮৭ কিমি) দক্ষিণে এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১২.৫ মাইল। যা তুলনামূলকভাবে অগভীর।

ভূমিকম্পের পরপরই দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে তা সুনামি পরামর্শে রূপান্তর করা হয় এবং শেষে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়।

ভূমিকম্পের দুই ঘণ্টা পর জারি করা এক বিবৃতিতে ন্যাশনাল সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডাব্লিউসি) জানায়,  ‘দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের উপকূলীয় অঞ্চলের জন্য জারি করা সুনামি পরামর্শ বাতিল করা হয়েছে। 

ইউএসজিএস জানায়, প্রাথমিক ভূমিকম্পের পর ১২টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৫.২ । এনটিডাব্লিউসি  জানায়, সুনামি সতর্কতা শুধুমাত্র আলাস্কার উপকূলবর্তী অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য ছিল। এর বাইরের কোনো এলাকায় এর প্রভাব পড়েনি। স্যান্ড পয়েন্টে সর্বোচ্চ ০.২ ফুট (৬.১ সেন্টিমিটার) উচ্চতার সামান্য সুনামি ঢেউ লক্ষ্য করা গেছে। তবুও সতর্কতা হিসেবে কেন্দ্রটি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এনটিডাব্লিউসি স্থানীয় জরুরি কর্মকর্তারা নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত বিপজ্জনক অঞ্চলে ফিরে না  যাওয়ার আহ্বান জানিয়েছে। আলাস্কা প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প প্রবণ রিং অফ ফায়ার-এ অবস্থিত।