আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন অভিনেত্রী মারিয়া মিম

বিনোদন প্রতিবেদক। বিনা
সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ৯ সেলিব্রেটির নামে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন। এ ঘটনায় আইনজীবীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল- অভিনেত্রী
লিগ্যাল সাপোর্ট ‘ল’ ফার্মের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেনের লিগ্যাল নোটিশে উল্লিখিত ৯ সেলিব্রেটি হলেন নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, নির্মাতা তানিম রহমান অংশু, মডেল-অভিনেত্রী মারিয়া মিম, অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেত্রী মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নীলা এবং মডেল আলিশা।
লিগ্যাল নোটিশ প্রসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদমাধ্যমে মারিয়া মিম বলেন, আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন?
মারিয়া মিম আরও বলেন, যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু ব্যক্তিগত জীবনে, খেলা প্র্যাকটিসের সময় কোথায় কী পরবো সেটা একান্তই আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে? তাছাড়া যারা মোবাইলে ভিডিও ধারণ করে সেটি অন্তর্জালে ছড়িয়েছে তাদের আইনের আওতায় না এনে আমাদের বিরুদ্ধে কেন আইনি নোটিশ পাঠানো হলো?
এরপর আইনজীবী প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমার মনে হয়, ওই আইনজীবীর হাতে কোনো কাজ নেই। তাই এখন ভাইরাল হতে চাচ্ছেন তিনি। আর ভাইরাল হয়ে পরিচিতি পেতেই ৯ সেলিব্রেটির নামে লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট মো. জাকির হোসেন।
ক্ষোভ প্রকাশ করে এ মডেল বলেন, ওই আইনজীবী যা করেছে, এতে আমাদের মানহানি হয়েছে। তার লিগ্যাল নোটিশের পর আমার পুরোনো ক্লিপগুলো অন্তর্জালে নতুন করে ভাইরাল হয়েছে। এতে আরও সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই তার বিরুদ্ধে অবশ্যই আমি মানহানির মামলা করব।