শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান

বিনোদন ডেস্ক 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। আজ দুপুরে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে তিনি একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ।

এর আগে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে, অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনরত আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় একাডেমির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় আলাউদ্দিন খান বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি মানে কেবল বিনোদন নয় — এটি মানুষের মধ্যে নান্দনিকতা, শান্তি, সম্প্রীতি ও মানবিকতা গড়ে তোলে। অপসংস্কৃতি থেকে মানুষকে ফিরিয়ে আনতে আমাদের আরও জোরালো সংস্কৃতি চর্চা দরকার।

তিনি আরও বলেন, শিল্পীদের পরিবেশনা যখন মানুষের হৃদয়ে নাড়া দেয়, তখন সেটি কেবল শিল্প নয়— এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠে। তাই যারা শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত, তাদের এই দায়িত্বকে শুধুমাত্র চাকরি হিসেবে না দেখে একটি মিশন ও ভিশনের অংশ হিসেবে দেখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন। বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, উপসচিব মৌসুমী সরকার রাখী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি সরকার জিয়া উদ্দিন আহাম্মদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাসসহ একাডেমির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রতিনিধিরা।

প্রসঙ্গত, অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গত ২৮ ফেব্রুয়ারি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।