মস্কোয় ইউক্রেনের বৃহত্তম ড্রোন হামলা, ২ বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ

Nov 10, 2024 - 21:22
 0  1
মস্কোয় ইউক্রেনের বৃহত্তম ড্রোন হামলা, ২ বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ

যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেখানকার দুটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দিকে মোট ৩৪টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১০টার মধ্যে সবগুলো ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ড্রোনগুলোকে রামেনস্কয়ে, কোলোমনা ও ডোমোডেদোভো অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ভূপাতিত ড্রোনের টুকরোর আঘাতে রামেনস্কয়ের দুটি বাড়িতে আগুন ধরে যায়। এতে ৫২ বছর বয়সী এক নারী আহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow