পোড়া রোগীর জন্য সতর্কতা

মাইলস্টোন স্কুলের উপর বিমান দুর্ঘটনায় মায়েদের চিৎকার, বাবাদের হাহাকার যেনো আকাশ বিদীর্ণ করে দেয়।সারা বাংলাদেশের মানুষ শোকাহত। সারা বিশ্ব স্তব্ধ। যারা মারা গেলো তাদের জায়গা কোনোদিনও পূরন হবেনা। তাদের বাবা মা কোনোদিন ও তাদের ভুলতে পারবেনা আর আগের মত সুস্থভাবে বাঁচতে পারবেনা। বাঁচা সম্ভব নয়। তবুও তো জীবন থেমে থাকেনা। যারা এখনও হসপিটালে বা বাসায় মৃত্যুর সাথে লড়াই করছে তাদের বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে হবে। সে উদ্দেশ্যেই আজ সতর্কতামূলক কিছু লেখা।
পুড়ে যাওয়া রোগীর জন্য সতর্কতা :
পুড়ে যাওয়া রোগীর গায়ে ডিম,টুথপেষ্ট, বরফ এসব দেবেন না। তাতে ইনফেকশন হতে পারে।কেউ পুড়ে গেলে সাথে সাথে পানি ঢালতে থাকুন যাতে শরীরের কোষগুলো অন্তত ঠান্ডা থাকে।
পুড়ে যাওয়া রোগীর সবচেয়ে বড় ঝুঁকি হলো ইনফেকশন। এজন্য তাকে লোকজনের সংস্পর্শ থেকে,ভীড় থেকে দূরে রাখুন।
রোগীকে মোবাইল থেকে দূরে রাখুন।মোবাইলের ক্ষতিকারক রশ্মি রোগীর শরীরে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।
আসুন! যারা বেঁচে আছে তাদের আমরা ভালোভাবে বাঁচতে দেই।