দূষিত বাতাসে থমকে যেতে পারে হৃদযন্ত্র

Nov 12, 2024 - 13:57
 0  2
দূষিত বাতাসে থমকে যেতে পারে হৃদযন্ত্র

বিজ্ঞানীরা দেখেছেন, উচ্চমাত্রার দূষণের সংস্পর্শে আসার ৩ থেকে ৫ দিন পরে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমতে শুরু করে। ফলে বোঝা যায়, হৃদযন্ত্রের ওপর বাতাসের ক্ষুদ্র কণার প্রভাব স্বল্পমেয়াদি।

দূষিত বাতাসে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র বস্তুকণা মানুষের হৃদযন্ত্র আকস্মিক বিকল করে দেয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) ঝুঁকি বাড়াচ্ছে। সিঙ্গাপুরে আট বছরের তথ্য বিশ্লেষণ করে এমন ভয়াবহ আশঙ্কা জানিয়েছেন একদল বিজ্ঞানী।

গবেষণায় মানুষের চুলের প্রস্থের চেয়ে কমপক্ষে ২৫ গুণ ছোট বস্তু বা পিএম২.৫ কণার স্বাস্থ্যঝুঁকি পর্যালোচনা করেছেন বিজ্ঞানীরা। আকারে অত্যন্ত ছোট হওয়ার কারণে এগুলো নিশ্বাসের সঙ্গে সহজেই মানবদেহে প্রবেশ করে। দেখা গেছে এসব কণা অটোইমিউন রোগসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা বাড়িয়ে দিতে সক্ষম।

২০১০ সালের জুলাই থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ১৮ হাজার রোগীর স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করা হয়েছে গবেষণায়। দেখা গেছে অন্তত ৪৯২টি ক্ষেত্রে হৃদযন্ত্র আকস্মিক বিকল হওয়ার পেছনে বাতাসে পিএম২.৫-এর বেশি ঘনত্ব দায়ী।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুলের মহামারি বিশেষজ্ঞ জোয়েল আইক বলেন, ‘আমরা হাসপাতালের বাইরে কার্ডিয়াক অ্যারেস্টের সঙ্গে পিএম২.৫-এর একটি স্বল্পমেয়াদি সংযোগের পরিষ্কার প্রমাণ খুঁজে পেয়েছি। এ কারণে প্রায়ই আকস্মিক মৃত্যু ঘটে থাকে।’

তবে এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা উল্লেখ করে তিনি বলেন, ‘এর অর্থ হলো আমরা কেবল দূষণের মাত্রা এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে সম্পর্ক নিয়ে অনুমান করতে পারি। আমাদের একই সঙ্গে মনে রাখতে হবে বায়ুমান সম্পর্কিত তথ্যের সঙ্গে একজন ব্যক্তি কতটা মাত্রায় সেটি গ্রহণ করেছেন তা নিশ্চিত করা যায় না।’

কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকির সঙ্গে দূষিত বায়ুর সম্পর্কের বিষয়ে যথেষ্ট প্রমাণ অবশ্য রয়েছে গবেষণায়। গবেষণা পরিচালিত এলাকার প্রতি ঘনমিটার বায়ুতে গড়ে দৈনিক পিএম২.৫ ঘনত্ব ছিল ১৮.৪৪ মাইক্রোগ্রাম। বিজ্ঞানীরা দেখেছেন প্রতি ঘনমিটারে এই ঘনত্ব এক মাইক্রোগ্রাম কমলে হার্ট অ্যাটাকের ঘটনা ৪ শতাংশ কমে যায়। আর প্রতি ঘনমিটারে ৩ মাইক্রোগ্রাম ঘনত্ব কমলে এই ঝুঁকি কমে ৩০ শতাংশ।

বিজ্ঞানীরা দেখেছেন, উচ্চমাত্রার দূষণের সংস্পর্শে আসার তিন থেকে পাঁচ দিন পরে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমতে শুরু করে। ফলে বোঝা যায়, হৃদযন্ত্রের ওপর বাতাসের ক্ষুদ্র কণার প্রভাব স্বল্পমেয়াদি। এ কারণে জীবনরক্ষা ও হাসপাতালের ওপর চাপ কমাতে শহরের বাতাস পরিষ্কার রাখার ওপর জোর দেয়া হয়েছে গবেষণায়।

জোয়েল আইক বলেন, ‘গবেষণার ফল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বাতাসে ২.৫ মাইক্রোগ্রাম বা এর চেয়ে ছোট কণার উপস্থিতি কমানো গেলে সিঙ্গাপুরবাসীর আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়ার ঘটনা কমবে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ওপর চাপও কমে আসবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow