দম’ হবে প্রথম সারভাইভাল ঘরানার সিনেমা: আফরান নিশো

দম’ হবে প্রথম সারভাইভাল ঘরানার সিনেমা: আফরান নিশো

বিনোদন ডেস্ক 

সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি সদস্য। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘দম’। সিনেমাটির শুটিং ও প্রস্তুতি চলছে জোরেশোরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দম’ সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলেন আফরান নিশো।

তিনি বলেন, “রেদওয়ান রনি অনেক দিন পর সিনেমায় ফিরছেন। সে একজন দারুণ ডেডিকেটেড নির্মাতা। অনেক দিন ধরে এই গল্পটা নিয়ে কাজ করছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সারভাইভাল ধাঁচের সিনেমা।”

নিশো আরও বলেন, “গল্পটা শোনার পর আমি চরিত্রটার মধ্যে ঢুকে গিয়েছি। স্ক্রিপ্টটা আমার অসম্ভব ভালো লেগেছে। রনি আর শাকিল যদি ঠিকভাবে এক্সিকিউশন করতে পারে, তাহলে এটা হতে পারে একেবারেই অনবদ্য একটা সিনেমা।”

নিজের চরিত্র নিয়ে নিশো জানান, “এই চরিত্রের জন্য আমাকে প্রচণ্ড কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল আছে। এটা সহজ কোনও চরিত্র নয়। ভালো পারফর্মারদের দরকার হবে, আমাকেও সেরাটা দিতে হবে।”

‘দম’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন নিশোর এই বক্তব্য। এখন দেখার পালা, বাস্তবে কতটা সফল হয় দেশের প্রথম সারভাইভাল থ্রিলার!