পাকিস্তানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করেছে ভারত?

May 8, 2025 - 00:12
 0  0
পাকিস্তানের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করেছে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক। বিনা
পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলার পর ভারত বলেছে, যেসব স্থানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো সন্ত্রাসীদের নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ শিবির ও হামলা চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তানে ওই হামলা চালিয়েছে ভারত।

ভারতের এই হামলার পর পারমাণবিক অস্ত্রধারী এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশীর মাঝে পুরোমাত্রার যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের ৯টি স্থানে হামলার দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। দেশটি বলেছে, ছয়টি স্থানে হামলা করেছে ভারতীয় বাহিনী। আর এসব স্থানের কোনোটিই সন্ত্রাসীদের আস্তানা ছিল না।

ভারতীয় সামরিক বাহিনীর দাবি অনুযায়ী পাকিস্তানি ভূখণ্ডে ধ্বংস করা ৯টি স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক..

• মারকাজ তৈয়বা শিবির
ভারত বলেছে, দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের এই শিবির ছিল লস্কর-ই-তৈয়বার প্রধান কার্যালয়। এই গোষ্ঠীটি গত ২২ এপ্রিলের পেহেলগাম হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছে দিল্লি।

২০০৮ সালের বহুল আলোচিত মুম্বাই হামলার একমাত্র জীবিত হামলাকারী আজমল কাসাব এই শিবিরেই প্রশিক্ষণ নিয়েছিলেন অভিযোগ করেছে ভারত। দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে ওই হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হন।

• মারকাজ সুবহান শিবির
এই শিবিরটি ভারত-পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাকিস্তানে অবস্থিত। ভারত বলছে, এই শিবির ছিল জইশ-ই-মোহাম্মদের প্রধান ঘাঁটি। সেখানে সংগঠনটিতে নতুন সদস্য নিয়োগ, প্রশিক্ষণ দেওয়া হতো।

• মেহমুনা জয়া শিবির
সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূর এই শিবিরের অবস্থান। ভারত বলছে, হিজবুল মুজাহিদিনের এই প্রশিক্ষণ শিবির থেকে ২০১৬ সালে ভারতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই হামলায় ভারতে অন্তত সাতজন নিহত হন।

• গুলপুর শিবির
সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই শিবির। ভারত বলেছে, এই শিবিরটি লস্কর-ই-তৈয়বার একটি ঘাঁটি। গত জুনে কাশ্মিরের পুঞ্চ জেলায় তীর্থযাত্রীদের ওপর হামলায় ৯ জন নিহত হন। সেই হামলার পরিকল্পনা এই শিবির থেকে করা হয়েছিল। 

• সারজাল শিবির
ভারত বলেছে, গত মার্চে জম্মু ও কাশ্মিরে এক হামলায় চার পুলিশ সদস্য নিহত হন। সেই হামলায় অংশ নেওয়া হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সারজাল শিবিরে। সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে পাকিস্তানে এই শিবিরের অবস্থান।

• আব্বাস শিবির
সীমান্ত থেকে ১৩ কিলোমিটার দূরে এই শিবির অবস্থিত। ভারত বলছে, লস্কর-ই-তৈয়বার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এই শিবিরটি।

• সাইয়েদনা বেলাল শিবির
ভারত বলেছে, এই শিবিরে জইশ-ই-মোহাম্মদের সদস্যদের অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতো। একই সঙ্গে কাশ্মিরে ‘‘সন্ত্রাসী কর্মকাণ্ড’’ পরিচালনার সময় কীভাবে টিকে থাকতে হবে, সেই কৌশলও শেখানো হতো এই শিবিরে।

• সাওয়াই নালা শিবির
নিয়ন্ত্রণ রেখা থেকে ৩০ কিলোমিটার দূরে এই শিবিরের অবস্থান। এটি লস্কর-ই-তৈয়বার অন্যতম প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল বলে জানিয়েছে ভারত।

• বারনালা শিবির
ভারত বলেছে, এই শিবিরে জঙ্গিদের অস্ত্রচালনা, বোমা তৈরির কৌশল এবং জঙ্গলে টিকে থাকার প্রশিক্ষণ দেওয়া হতো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow