বিনিয়োগকারীরা ৪ ধরনের চ্যালেঞ্জ দেখছে বিডা:জ্বালানি-শুল্কনীতি-পুরোনো পদ্ধতি-ধীর বাস্তবায়ন

May 7, 2025 - 02:59
 0  1
বিনিয়োগকারীরা ৪ ধরনের চ্যালেঞ্জ দেখছে বিডা:জ্বালানি-শুল্কনীতি-পুরোনো পদ্ধতি-ধীর বাস্তবায়ন

বাণিজ্য ডেস্ক, বিনা

জ্বালানির মূল্যনীতি, যুক্তরাষ্ট্র আরোপিত নতুন শুল্কনীতি, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের পুরোনো অনুশীলন এবং প্রকল্প বাস্তবায়নের ধীর গতি—এই চারটি বিষয় বর্তমানে দেশি ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।**

মঙ্গলবার (৬ মে) রাতে **বিডা আয়োজিত ‘স্টেট অব ইনভেস্টমেন্ট ক্লাইমেট’ ওয়েবিনার সিরিজের তৃতীয় পর্বে** তিনি এসব কথা বলেন। ওয়েবিনারে **গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।**

বিডা চেয়ারম্যান বলেন, “বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে চারটি মূল সমস্যা উঠে এসেছে—জ্বালানি ও গ্যাসের প্রাপ্যতা, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, মাঠপর্যায়ের প্রশাসনিক অভ্যাস এবং প্রকল্প বাস্তবায়নে ধীরগতি।”

তিনি আশ্বাস দেন, **আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের গ্যাস বিতরণ ব্যবস্থার উন্নতি হবে**। একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

ওয়েবিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “এলএনজি অবকাঠামোর সম্প্রসারণ এবং অন্যান্য প্রস্তুতির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে শিল্পগুলো আরও মানসম্পন্ন জ্বালানি পাবে—বর্তমানের চেয়ে কম খরচে।”

তিনি আরও জানান, **পণ্য পরিবহন ও সেবার মান বাড়াতে সরকার গভীর সমুদ্রবন্দর নির্মাণ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ চালু, এবং সিলেট ওসমানী বিমানবন্দরে মালবাহী ফ্লাইট পরিচালনা শুরু করেছে**। পাশাপাশি সমুদ্র ও স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow