নিজে থেকেই রিস্টার্ট হয়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় স্মার্টফোন!

শিল্প ডেস্ক। বিনা
ডিজিটাল যুগে স্মার্টফোন হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় শঙ্কার একটি হলো—ব্যক্তিগত তথ্য হাতছাড়া হওয়ার আশঙ্কা। সেই নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল।
গুগল সম্প্রতি চালু করেছে একটি অত্যাধুনিক সুরক্ষা ফিচার, যা ফোনের ডাটা চুরি রোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এই প্রযুক্তিতে, ফোন দীর্ঘসময় অব্যবহৃত থাকলে নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে, ফলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে 'বিফোর ফার্স্ট আনলক' মোডে চলে যাবে। এতে করে ফোনের ডাটা থাকবে সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায়, যা যেকোনো অবৈধ অ্যাপ বা সফটওয়্যারের পক্ষে চুরি করা প্রায় অসম্ভব করে তুলবে।
এই ফিচারটি গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য প্লে সার্ভিস ভার্সন ২৫.১৪-এ যুক্ত হয়েছে।
সাধারণত ফোন চালু হওয়ার পর আনলক করলেই এটি ‘আফটার ফার্স্ট আনলক’ মোডে চলে যায়, যেখানে কিছু জরুরি তথ্য এনক্রিপ্ট না থাকায় ডাটা চুরির ঝুঁকি থাকে। কিন্তু যদি ফোন তিন দিন পর্যন্ত ব্যবহার না হয়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয়ে নিরাপদ মোডে ফিরে যাবে।
প্রসঙ্গত, অ্যাপলের আইওএস ১৮.১-এ থাকা 'ইনঅ্যাকটিভিটি রিবুট' ফিচারকে অনুসরণ করেই গুগল এই পদক্ষেপ নিয়েছে। যদিও তিন দিন ফোন ব্যবহার না হওয়া বিরল, তবে হারানো বা বিপদজনক পরিস্থিতিতে এটি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় সহায়তা হতে পারে।
==========০==========
What's Your Reaction?






