বর্ষায় ইনডোর প্লান্ট গুলোর বাড়তি যত্ন

বর্ষা সাধারণভাবে গাছের জন্য উপকারী হলেও ইনডোর প্ল্যান্টের জন্য এটি একধরনের চ্যালেঞ্জের সময়। অতিরিক্ত আর্দ্রতা, আলো কম পাওয়া, ছত্রাকের আক্রমণ – এই সবকিছু মিলিয়ে ঘরের ভেতরের গাছের জন্য বর্ষা হতে পারে একটু বিপদের সময়। তাই বর্ষাকালে ইনডোর গাছগুলোকে সুস্থ ও সতেজ রাখতে চাই একটু বাড়তি যত্ন -
১.পানি বুঝে দেওয়া
বর্ষাকালে গাছের মাটি এমনিতেই অনেক বেশি আর্দ্র থাকে। তাই এই সময় বেশি পানি দেওয়া একদম উচিত নয়। মাটি আঙুল দিয়ে একটু খুঁচিয়ে দেখুন, যদি ভেজা থাকে, তাহলে পানি না দিলেও চলে।
প্রতিদিন না, বরং প্রয়োজন বুঝে পানি দিন। অতিরিক্ত পানি দিলে গাছের শেকড়ে পচন ধরতে পারে। মাটির পাত্র বা ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করলে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যেতে পারে।
২. পর্যাপ্ত আলো নিশ্চিত করুন
বর্ষার দিনে রোজ রোদের দেখা মেলে না। এতে গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই জানালার পাশে, ব্যালকনির কাছে, অথবা আলো আসে এমন জায়গায় গাছগুলোকে সরিয়ে নিন।
যদি আপনার ঘর খুব অন্ধকার হয়, তাহলে এলইডি গ্রো লাইট ব্যবহার করতে পারেন। কয়েকদিন পর পর গাছ ঘুরিয়ে দিন যেন সব পাশ আলো পায়।
৩. বায়ু চলাচল ভালো রাখুন
ভেজা আবহাওয়ায় ঘরে বায়ু চলাচল কম থাকলে ছত্রাক জন্মাতে পারে। তাই জানালা খুলে হালকা হাওয়া ঢুকতে দিন। প্রয়োজনে ফ্যান চালিয়ে কিছুক্ষণের জন্য বাতাস চলাচল করান। গাছগুলোর চারপাশে যেন অনেক জিনিসপত্রের ভিড় না থাকে, সেদিকেও খেয়াল রাখুন।
৪. ছত্রাক ও পোকা দমন করুন
বর্ষাকালে মাটিতে ছত্রাক, শুঁয়োপোকা বা মশার লার্ভা জন্মাতে পারে। তাই মাঝেমাঝে মাটি খুঁচিয়ে দেখুন। মাটির ভেতরে বাতাস ঢুকলে তা গাছের জন্য ভালো।
ভেজা নরম কাপড় দিয়ে নিয়মিত পাতা মুছে নিন। এতে গাছ যেমন চকচকে থাকবে, তেমন পাতায় পোকার আক্রমণের সম্ভাবনাও কম থাকে।
সপ্তাহে একবার মাটিতে দারচিনির গুঁড়া বা নিম তেল স্প্রে করলে ছত্রাক ও পোকা প্রতিরোধ করতে পারবেন। তবে কোনো গাছে পোকার আক্রমণ দেখা দিলে ওষুধ স্প্রে করতে হবে। ভিন্ন ধরনের পোকার জন্য পৃথক ওষুধ বাজারে পাওয়া যায় এখন। কিছু ক্ষেত্রে গাছের আক্রান্ত অংশ কেটে ফেলতে হতে পারে।সেই সঙ্গে গাছের গোঁড়ায় পানি জমে থাকছে কিনা তা খেয়াল রাখবেন।
৫. সাকুলেন্ট বা ক্যাকটাসের বাড়তি যত্ন
এই গাছগুলো খুব কম পানিতে বাঁচে, তাই বর্ষায় আরও সতর্ক থাকা দরকার। অতিরিক্ত পানিতে এই গাছগুলো মরে যেতে পারে। তাই বর্ষাকালে প্রতি ১০-১৫ দিনে একবার পানি দিলেই যথেষ্ট। ক্যাকটাস বা সাকুলেন্টের পাত্র শুকনো থাকা খুব জরুরী।
৬. মাটি পরিষ্কার ও পাত্র বদল
গাছের মাটি যদি দেখতে কাদামাটি হয়ে যায়, তাহলে শুকনো মাটি বা নারকেল কুঁড়ো মিশিয়ে নিন। যদি মনে করেন শিকড় পচে গেছে, তাহলে গাছটা তুলে নতুন শুকনো মাটিতে বসান। বর্ষা শুরুর আগে একবার গাছের পট পাল্টানো ভালো।
৭. ইনডোর গাছ বাছাই করুন ভেবেচিন্তে
কিছু ইনডোর গাছ বর্ষায় খুব সহজেই টিকে যায়। গাছের পরিচর্যার জন্য আপনার সময়ের অভাব থাকলে সেসব গাছ বাছাই করতে পারেন। যেসব গাছ বর্ষায় ভালো থাকে ও কম আলোতে টিকে যায়।
গাছ আমাদের বন্ধু। আমাদের মনে এক ধরনের প্রশান্তি দেয় গাছ।আমাদের চোখগুলোকে দেয় আরাম। তাই গাছের যত্ন নিন, শরীর ও মন ভালো রাখুন।