সন্ধ্যার নাশতায় খান সুস্বাদু ডিমের কাটলেট

Nov 12, 2024 - 13:33
 0  1
সন্ধ্যার নাশতায় খান সুস্বাদু ডিমের কাটলেট

ডিম দিয়ে বিভিন্ন ধরনের নাশতা তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো ডিমের কাটলেট। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাশতায় চায়ের সঙ্গে সস ও মেয়োনিজ মাখানো এই কাটলেট মুহূর্তেই জমিয়ে দেবে আড্ডা। তাহলে আর দেরি কেন, জেনে নিন মজাদার এই কাটলেট তৈরির রেসিপি-

উপকরণ:

১. সেদ্ধ ডিম ৪টি

২. খোসা ছাড়ানো আলু সেদ্ধ ২৫০ গ্রাম

৩. শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ

৪. তেল ১ কাপ

৫. পেঁয়াজ কুচি ১টি

৬. লবণ আধা চা চামচ

৭. লবণ পরিমাণমতো

৮. ফেটানো ডিম ১টি

৯. গার্নিশিংয়ের জন্য ও

১০. ধনেপাতা কুচি ১ মুঠো।

 

পদ্ধতি:

একটি পাত্রে সেদ্ধ আলু চটকানো, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিন। আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে রেখে দিন।

এবার সেদ্ধ ডিম কুচি করে গ্রেট করে নিন। তারপর সেদ্ধ আলুর সঙ্গে গ্রেট করা ডিম মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে চ্যাপ্টাভাবে কাটলেটের আকৃতি দিন।

এবার কাটলেটগুলো ফেটানো ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্ব জড়িয়ে নিন। এরপর একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল গরম করুন। তারপর হালকা আঁচে ভেজে নিন কাটলেটগুলো।

সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ধনেপাতা দিয়ে গার্নিশ করে সাজিয়ে পরিবেশন করুন মচমচে ডিম-আলুর কাটলেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow