রুফটপ সলার সিস্টেমঃ সম্ভাবনা এবং সুবিধা বিষয়ক কর্মশালা
ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আজ সোমবার (১১ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের ওপর এক কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সদস্যদের মাঝে রুফটপ সোলার প্রযুক্তিকে উৎসাহিত করাই ছিল কর্মশালার উদ্দেশ্য। সোলার রুফটপ থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ গ্রিড ট্যারিফের তুলনায় সস্তা। সুতরাং, এই ধরনের প্রকল্পে অর্থায়ন করা দেশের নবায়নযোগ্য জ্বালানি-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আর্থিক অর্থবহ হয়।
কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, জনাব আব্দুলায়ে সেক, কান্ট্রি ডিরেক্টর, বিশ্বব্যাংক বাংলাদেশ এবং জনাব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং চেয়ারম্যান, ইডকল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানী উৎস থেকে ৪,0০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নিরলসভাবে কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "শিল্প খাতে রুফটপ সোলার প্রযুক্তি জ্বালানী খাতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি, সর্বোপরি একটি টেকসই অবকাঠামোনির্ভর বাংলাদেশে জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। এই উদ্যোগটি শুধুমাত্র গ্রিড বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমাবে না, নবায়নযোগ্য শক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতিকেও বাস্তবায়নে সহায়তা করবে।"
ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নর্বিাহী র্কমর্কতা জনাব আলমগীর মোরসেদ বলেন, "নবায়নযোগ্য শক্তি প্রকল্পের অধীনে, ইডকল শুধুমাত্র বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে কম খরচে অর্থায়নই করে না, বরং শিল্প প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তিগত সহায়তা, মানসম্পন্ন সরঞ্জাম ক্রয় এবং সক্ষমতা বৃদ্ধিও প্রদান করে, যা এই সেক্টরের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুফটপ সোলার উৎস থেকে বাংলাদেশের ৪,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে । ইডকল ২০২6 সাল নাগাদ ৩০০ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।“
What's Your Reaction?