নিউইয়র্ক ফ্যাশন উইক র‍্যাম্পে তিন বাংলাদেশি

Nov 12, 2024 - 14:49
 0  2
নিউইয়র্ক ফ্যাশন উইক র‍্যাম্পে তিন বাংলাদেশি

নিউইয়র্ক ফ্যাশন উইক র‍্যাম্প। ছবি: প্রথম আলোম্যানহাটনের একটি গির্জায় ১০ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয় ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইক। সেদিন র‍্যাম্পে হেঁটেছেন তিন প্রবাসী বাংলাদেশি মডেল জেরিন সাদিয়া সোহা, মাহমুদা ইয়াসমীন এবং নুসরাত তিশাম। 

এদিন আমেরিকান দর্শনার্থীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ফ্যাশন শো উপভোগ করেন। 

জেরিন সাদিয়া সোহা জানালেন, এর আগে বাংলাদেশের নানা নামি-দামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তবে বাংলাদেশি হিসেবে প্রথম বার নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে অংশ নিয়ে খুবই আনন্দিত। সারাজীবনের জন্য তার কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। নিজদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। 

গত ৩ বছর ধরে পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন সোহা। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে মডেল হিসেবে যুক্ত রয়েছেন। ছোটবেলায় ছবি আঁকার শখ থাকলেও এখন তার বিভিন্ন দেশে ঘুরে সেখানকার লোকাল খাবার খাওয়ার শখ রয়েছে। 

নিউইয়র্ক ফ্যাশন উইকে হাঁটার ব্যাপারে নুসরাত তিসাম বলেন, যেহেতু বাংলাদেশের ফ্যাশনের সাথে জড়িত ছিলাম এবং মিডিয়াতে অনেক কাজ করেছি, ফলে আত্মবিশ্বাস তো আছেই। তিসাম ২০১১ সালে চ্যানেল আই ভিট টপ মডেল টপটেনে জায়গা করে নেন। বাংলাদেশের মিডিয়াতে খুব অল্প সময়ে অনেক নাটক, টেলিফ্লিম ও টিভিসিতে অভিনয়ের মাধ্যমে নুসরত একটি স্থান দখল করে নেন। 

২০১৫ সাল থেকে নুসরাত আমেরিকা প্রবাসী। চলতি বছরে নুসরাত তিসাম জাতীয় সৌন্দর্য্য প্রতিযোগিতা মিসেস জার্জিশোরে চ্যাম্পিয়ন হন। বর্তমানে তিনি নিউজার্সির গ্লো হার্ট ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত। 

মাহমুদা ইয়াসমীন তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এরই মধ্যে তিনি নজর কেড়েছেন মূলধারার বিভিন্ন ডিজাইনারের। এবার নিয়ে তিনবার তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে হেঁটেছেন। 

যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তিন বাংলাদেশি মডেল এবার ফ্যাশন উইকে সবার প্রশংসা কুড়িয়েছেন। তাদের পারফরম্যান্স দেখতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক প্রবাসী। ফ্যাশন উইকের র‍্যাম্পে তাদের পা পড়ামাত্রই চারদিকে হৈ-হুল্লোড় পড়ে যায়। তাদের উপস্থিতি মুগ্ধ করে বিদেশি দর্শককেও। 

এদিন বিভিন্ন ডিজাইনারদের পোশাকে হেঁটেছেন আরও কয়েকশ মডেল। প্রতিটি আয়োজনে ছিল উপচেপড়া ভিড়। নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ আয়োজকরাও তাদের আনন্দ-অনুভূতি জানিয়েছেন। সাউন্ড পেস ইন্টারন্যাশনালের কর্ণধার ওমর চৌধুরী জানান, এবার দুজন মডেলকে তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে উপস্থাপন করেছেন। ভবিষ্যতে দেশি-প্রবাসী আরও মডেলকে তিনি এ আয়োজনে সম্পৃক্ত করতে চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow