কনসার্টে গেট ভেঙে ঢোকার ট্রেন্ড নিয়ে যে ইঙ্গিত দিলেন জোহাদ!
কনসার্ট বা গানের অনুষ্ঠান বন্ধ করে দেয়ার জন্য গেট ভেঙে ঢোকার ট্রেন্ডকে ‘পূর্ব পরিকল্পনা’ বলে মনে করছেন নেমেসিস ব্যান্ড দলের সদস্য সংগীতশিল্পী জোহাদ রেজা। এ বিষয়টিকে ‘রহস্যময় ভাগ্য’ বলেও সম্বোধন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ প্রসঙ্গে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন জোহাদ। শুক্রবার (১৯ অক্টোবর) রাতে জোহাদ লেখেন, আজকের কনসার্ট ভালোই হচ্ছিল। রহস্যময় ভাগ্য তখন স্টেজে হঠাৎ করে ২৩, ৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ঢুকে যায়। আর তারপর কী হলো আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটা বন্ধ হয়ে গেল।
এরপর সন্দেহ প্রকাশ করে জোহাদ লেখেন, বিগত বেশ কয়েকটি কনসার্টেই একই জিনিসটা হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্ব পরিকল্পিত একটা অপারেশন চালাচ্ছে শোর বিরুদ্ধে!
গান চলার মাঝপথে কনসার্ট বন্ধ হয়ে যাওয়ায় আয়োজক ও ভক্তদের প্রতি খারাপ লাগার অনুভূতি জানান জোহাদ। এরপরই গেট ভেঙে ঢোকা আগুন্তকদের প্রসঙ্গে লেখেন, খারাপ লাগছে যারা গেট ভেঙে ঢুকেছে তারা বৈষম্যবিরোধী সৈনিকের পরিচয় দিয়ে বলে যে, ‘আমরা টিকিট কেটে কেন ঢুকবো?’ তবে আমি শতভাগ নিশ্চিত যে, এদের মধ্যে কেউ বৈষম্যবিরোধী সৈনিক না।
আফসোস করে জোহাদ লেখেন, এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গান বাজনা করছি। জীবনে এ রকম কিছু এক্সপেরিয়েন্স করিনি, ২০২৪ এ এসে তা করতে হচ্ছে। সবচেয়ে দুঃখ ও হতাশার বিষয় হচ্ছে, যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে, কোনো ধরনের পরিণতি নেই।
সবশেষে দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, সামনে কী হবে জানি না,তবে এটা জানি যে খুব দ্রুতই আইনের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজকে কনসার্টে হামলা দিয়েছে, কালকে যেকোনো ইভেন্টেই হামলা দিতে পারে। বাংলাদেশের পাবলিক গান পাগল, আমরা এটা খুব ভালো করে জানি। এই দেশে গান কখনও থামবে না।
What's Your Reaction?