শরীর স্পর্শ করার আগেই অনুমতি নিতেন শাহরুখ: চাড্ডা

নব্বই দশকের বলিউড অভিনেত্রী শিবা চাড্ডা বলেন, শুটিংয়ে কারও শরীর স্পর্শের প্রয়োজন হলে শাহরুখ খান আগে অনুমতি নিতেন। ‘দিল সে’ ছবিতে আমার চরিত্র ছিল খুবই ছোট। ডালহৌসিতে শুটিংয়ের সময় মণীষা কৈরালা উপস্থিত না থাকায়, পরিচালক মণি রত্নম তাকে মণীষার পোশাক পরে বডি ডাবল হিসেবে হাঁটার দৃশ্যে অংশ নিতে বলেন আমাকে। তখনই প্রথমবার শাহরুখের সঙ্গে সেটে দেখা হয় আমার।
শিবা স্মৃতিচারণ করে বলেন, ‘রইস’ মুক্তির আগে দিল্লিতে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন এই ছবিতে এমন এক অভিনেত্রী আছেন, যিনি আমার মায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। অথচ আমাদের কোনো দৃশ্যই একসঙ্গে ছিল না। শাহরুখ সত্যিই ভিন্ন ধরণের একজন মানুষ।
শিবা আরও বলেন, ‘রইস’-এর শুটিংয়ে আমাদের একটি আলিঙ্গনের দৃশ্য ছিল। শুটিং শুরু হওয়ার আগে শাহরুখ এসে জিজ্ঞেস করলেন ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’ আমি হ্যাঁ বলার পরেই তিনি দৃশ্যটি করেন। সেটে যাওয়ার আগেই তিনি আমার নাম জানতেন এ অনুভূতি ছিল বিশেষ।