রাস্তায় বিভিন্ন রংয়ের দাগ থাকার কারণ 

রাস্তায় বিভিন্ন রংয়ের দাগ থাকার কারণ 

বিনা ডেস্ক 

ট্র্যাফিক সিগন্যাল মানে শুধু লাল, হলুদ আর সবুজ বাতির খেলা নয়। এর বাইরেও রয়েছে এক অঘোষিত ভাষা, যা লেখা থাকে রাস্তার বুক জুড়ে সাদা আর হলদে দাগে। অনেক সময় গাড়িচালকেরা এই দাগগুলোকে গুরুত্ব দেন না। অথচ প্রতিটি দাগের আলাদা আলাদা অর্থ রয়েছে, যা মানা জরুরি নিরাপদ চলাচলের জন্য। 

টানা সাদা দাগ: এই দাগের মানে একটাই লেন পরিবর্তন একেবারেই নিষেধ। যে লেনে গাড়ি চলছে, সেখানেই থাকতে হবে।

ভাঙা সাদা দাগ: এখানে লেন পাল্টানো যায়, তবে কেবল তখনই যদি তা নিরাপদ মনে হয়। সতর্কতা অপরিহার্য।

টানা হলুদ দাগ: এই দাগের নিয়ম কিছুটা কঠিন। ওভারটেক করা যাবে, তবে দাগ পেরোনো যাবে না। নিজের লেনের ভেতর থেকেই ওভারটেক করতে হবে।