ফেসবুকে কীভাবে বন্ধ করবেন আপত্তিকর কনটেন্ট

প্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিনের বড় একটা অংশ ব্যায় করে মানুষ। ফেসবুক ব্যবহারকারী অনেকেই আপত্তিকর কনটেন্ট এড়িয়ে চলতে চান। এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি সেটিংস রেখেছে। যা চালু করে দিলে অ্যাডাল্ট কনটেন্ট, সংবেদনশীল কন্টেন্ট আপনার টাইমলাইনে আসবে না।
সেটিং চালু করার নিয়ম :
প্রথমে আপনার মোবাইলে ফেসবুক চালু করুন।
এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান
সেখানে প্রেফারেন্স সেকশনে থাকা কন্টেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করুন।
সেন্সেটিভ কন্টেন্টে ক্লিক করে শো লেস অপশন সিলেক্ট করে সেভ করুন।
এরপর ফেসবুক আপনার টাইমলাইনে আসা আপত্তিকর কন্টেন্ট আসা বন্ধ করে দিবে।