এশিয়া কাপের সুপার ফোর কে কোথায় 

এশিয়া কাপের সুপার ফোর কে কোথায় 

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। গ্রুপ পর্বে ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ শেষ হয়েছে, আর তাতেই পরিষ্কার হচ্ছে সুপার ফোরে ওঠার সমীকরণ।

ভারত  দুটি ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। কার্যত সুপার ফোরে জায়গা প্রায় নিশ্চিত। পাকিস্তান  দুই ম্যাচে একটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে। অঘটন না ঘটলে তারাও ভারতের সঙ্গে সুপার ফোরে যাবে। ওমান ও সংযুক্ত আরব আমিরাত  এখনো জয়শূন্য, তাদের জন্য সুপার ফোরে যাওয়া প্রায় অসম্ভব।


গ্রুপ ‘বি’ (গ্রুপ অব ডেথ)

আফগানিস্তান  নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে আছে।


শ্রীলঙ্কা দুর্দান্ত শুরু করে জয় তুলে নিয়েছে, তারাও ফেভারিট।

বাংলাদেশ  দুটি ম্যাচে একটি জয়। লঙ্কানদের কাছে হেরে অবস্থান জটিল হয়ে গেছে। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই কার্যত ‘ডু অর ডাই’।

হংকং  দুটি ম্যাচ খেলে এখনো কোনো জয় নেই।

পয়েন্ট টেবিলের অবস্থা

গ্রুপ ‘এ’

ভারত – ২ ম্যাচ, ২ জয়, পাকিস্তান – ২ ম্যাচ, ১ জয়,ওমান – ১ ম্যাচ, ০ জয়,সংযুক্ত আরব আমিরাত – ১ ম্যাচ, ০ জয় 

গ্রুপ ‘বি’

আফগানিস্তান – ১ ম্যাচ, ১ জয়,শ্রীলঙ্কা – ১ ম্যাচ, ১ জয়,বাংলাদেশ – ২ ম্যাচ, ১ জয়,হংকং – ২ ম্যাচ, ০ জয়। 

গ্রুপ ‘এ’ থেকে ভারত-পাকিস্তান এবং গ্রুপ ‘বি’ থেকে আফগানিস্তান-শ্রীলঙ্কাই এগিয়ে আছে সুপার ফোরে ওঠার দৌড়ে। তবে বাংলাদেশের জন্য বেঁচে থাকার শেষ সুযোগ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই।